আজ শনিবার ║ ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ শনিবার ║ ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৯শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

সন্দ্বীপে বৃক্ষ রোপণ, বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

Share on facebook
Share on whatsapp
Share on twitter

সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে বরাবরের মতো ১৪ অক্টোবর শনিবার সকাল ১১ টায় গুপ্তচরা বেড়িবাঁধ দারুস সালাম মার্কেটের পূর্ব পাশে গুপ্তচরা সড়কে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মালার মধ্যে ছিল র‍্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষ বিতরণ।

এরপর বেলা ১২ টায় হাজী আবদুল্লাহ তৈয়বুন নুর দারুস সালাম ক্যাডেট মাদরাসার হল রুমে ‘বৃক্ষই জীবন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের কার্যনির্বাহী কমিটির সভাপতি আর, এস ইব্রাহিম।

সভায় প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা ও সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াছ সুমনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এডভোকেট এস এম সাইফুর রহমান নওশাদ।

বক্তব্য রাখেন সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের সমন্বয়ক-৩ হুমায়ুন হাসান পাটওয়ারী, হাজী তৈয়বুর নুর মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা জহিরুল ইসলাম, সংগঠনের যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান মান্না, কার্যনির্বাহী সদস্য আরমান জাবেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন যখন বৃক্ষ নিধন করে অনেকে পরিবেশ বিপর্যয় ডেকে আনছে।তখনি সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদ বৃক্ষ রোপণের কর্মসূচি হাতে নিয়ে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসছে।এই বৃক্ষরোপন পরিবশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দূর্যোগ রোধে বিশেষ ভূমিকা রাখাবে তাই সংশ্লিষ্ট সকলকে আমরা ধন্যবাদ জানাই।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print

সর্বাধিক পঠিত

আমাদের ফেসবুক

আমাদের ইউটিউব

সর্বশেষ খবর