আজ মঙ্গলবার ║ ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনে গোয়েন্দা অভিযান, গোঁজা ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রামে রেলওয়ে গোয়েন্দা পুলিশের অভিযানে ১,৭৪০ পিস ইয়াবাসহ মো. শাকিল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ২৯ মে রাতে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    রেলওয়ে গোয়েন্দা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেলওয়ে থানাধীন ষোলশহর স্টেশন অতিক্রমের সময় ট্রেনের ‘এক্সট্রা-২’ বগির সামনের টয়লেটের পাশে তল্লাশি চালিয়ে শাকিলকে হাতেনাতে ধরে ফেলেন গোয়েন্দারা।

    এ সময় তার পরিহিত প্যান্টের কোমর থেকে স্কচটেপে মোড়ানো পোটলায় থাকা ৯টি এয়ারটাইট পলিপ্যাকে প্যাক করা ১,৭৪০ পিস লালচে রঙের ইয়াবা উদ্ধার করা হয়।

    গ্রেপ্তার শাকিল কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

    অভিযানটি পরিচালনা করেন চট্টগ্রাম রেলওয়ে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। রেলওয়ে পুলিশ সুপার শাকিলা সোলতানার দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয় বলে জানিয়েছে পুলিশ।

    রেলওয়ে পুলিশ সুপার শাকিলা সোলতানা জানান, আটককৃত শাকিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print