প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোকপ্রশাসন বিভাগ কর্তৃক আয়োজিত হলো ইন্টার-ব্যাচ ফিমেল ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি)বেলা ১১টায় সমাজবিজ্ঞান অনুষদের সামনে ট্রফি উন্মোচনের মাধ্যমে টুর্নামেন্টের শুভ সূচনা করেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.সিরাজ উদ দ্দৌল্লাহ।
ট্রফি উন্মোচনের সময় এমন একটি উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “ ছাত্রীদের জন্য এমন উদ্যোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগে আর কোন বিভাগ কর্তৃক নেয়া হয়নি। লোকপ্রশাসন বিভাগই এমন একটি সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপ
সকলের জন্য অনুসরণযোগ্য।
পরে বেলা ১টায় একটি প্রীতি ম্যাচের মাধ্যমে টুর্নামেন্ট উদ্বোধন করেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজ উদ দৌল্লাহ্, লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, সহযোগী অধ্যাপক মোরশেদুল হক।
শিক্ষার্থীদের উৎসাহ যুগিয়েছেন বিভাগের অধ্যাপক ড. কাজী এস. এম. খসরুল আলম কুদ্দুসী, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম, অধ্যাপক সোনিয়া হক, সহকারী অধ্যাপক আমিনা সাবরিন এবং প্রভাষক নওশীন ইসলাম সহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
এই টু্র্নামেন্টকে ঘিরে লোকপ্রশাসন বিভাগের সবাই মেতে উঠেছে উৎসাহ উদ্দীপনায়। টুর্নামেন্ট আয়োজকদের মধ্য থেকে লোকপ্রশাসন বিভাগের ৩৯তম ব্যাচের ছাত্রী তানজিনা আফরোজ বলেন, “বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে দেখছি ছেলেদেরই শুধু টুর্নামেন্ট হয় মেয়েদের কোনো টুর্নামেন্ট হয় না। অনেকদিন ধরেই মেয়েদের উদ্দেশ্যে একটি টুর্নামেন্ট আয়োজিত হোক চেয়েছিলাম। সকলের সার্বিক সহায়তায় অবশেষে আয়োজিত হয়েছে।
টুর্নামেন্ট রেফারি এবং ৩৯ তম ব্যাচের শিক্ষার্থী প্রিন্স মাহমুদ জানান, “প্রত্যেক ব্যাচ এর ছাত্রীদের টুর্নামেন্টে অংশগ্রহণে আগ্রহী করতে আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেক প্রতিযোগীর জন্য রাখা হয়েছে মেডেল। এটি একটি চমৎকার পদক্ষেপ এবং সকলের অংশগ্রহণে টুর্নামেন্টটি আরো উপভোগ্য হয়ে উঠেছে।