চট্টগ্রামের কর্ণফুলী থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া মোটরসাইকেলসহ মো: পারভেজ মানের এক চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কর্ণফুলী থানার বিশেষ অভিযানে এস আই মোবারক হোসেন ও এস আই মিজানের নেতৃত্ব তথ্য প্রযুক্তির সহায়তায় কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন বদরখালী থেকে মোটরসাইকেল সহ তাকে আটক করা হয়েছে।
উদ্ধারকৃত একটি মোবাইল ফোনটি কর্ণফুলী উপজেলার শিকলবাহা ৬নং ওয়ার্ড ফকির মৌলানা আশ্রাফ আলী (রাঃ) বাড়ির আবুধাবি প্রবাসী মোহাম্মদ ওসমান গনি আকাশের এবং মোটরসাইকেলটি (যার নং ল-১৮-৯৭৬২ ১৫০সিসি) একই ইউপির আরেক প্রবাসী মোহাম্মদ শাহজাহানের বাসা থেকে গেইটের তালা কেটে চুরি হওয়া। গত ২৩ জানুয়ারি গভীর রাতে সিএমপি কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউপির প্রবাসীর ঘর থেকে চুরি হয়েছিল।
কর্ণফুলী থানার ওসি জহির হোসেন জানান"গভীর রাতে কর্ণফুলী থানা এলাকা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ চকরিয়া থানা এলাকা থেকে পারভেজ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাকি আসামিদের সনাক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট বাকী চোরদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।