বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা নজরুল ইসলাম খানের স্ত্রী কান্তা ইসলামের অসুস্থ হওয়ায় তার রোগ মুক্তির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রামের বিভাগের উদ্যোগে বুধবার ( ১০ জানুয়ারি) বাদে আছর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মসজিদ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় সভাপতি এ এম নাজিমুদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় মোনাজাত পরিচালনা করেন উক্ত মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ছাদেকুর রহমান।
মুনাজাতের মাধ্যমে মহান আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যে এই মহিয়সী নারীর সুস্থতা দান করেন। এসময় দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন শ্রমিক দল নেতৃবৃন্দের মধ্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স ম জামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি আব্দুর শুক্কুর, সিনিয়র যুগ্ম সম্পাদক এম এ বাতেন, যুগ্ম সম্পাদক মো. হারুন, উত্তর জেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সফিকুর রহমান মজুমদার, মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক এড. মোহাম্মদ ইকবাল হোসেন, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মহসিন খান তরু, মো: সিরাজ, খন্দকার রাজু আহমেদ, মো: আলতাফ হোসেন, মমতাজ সর্দ্দার, হালিশহর থানার সদস্যসচিব রফিক উদ্দিন জসীম, রমজান আলী মুরাদ, মো. পেয়ারু, বাকলিয়া থানার ফজলুল হক জাবেদ, আব্দুল বারেক, মো. সাগর প্রমুখ। এসময় মুনাজাতের মাধ্যমের দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। বিএনপির চেয়ার পার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও শ্রমিক দলের নেতা আব্দুর শুক্কুরের স্ত্রীর রোগ মুক্তি ও আনোয়ারুল আজিম সবুজের স্ত্রীর সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ যে সবাইকে সুস্থতা দান করেন।