চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে( চবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রগতিশীল সাধারণ শিক্ষক সমাজ।
বুধবার (১০ জানুয়ারি) ১.৩০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষক সমাজের আহবায়ক ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হোসাইন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ সাইদুল ইসলাম সোহেল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. রামেন্দু পারিয়াল, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইকবাল আহমেদ, আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঈন উদ্দিন, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নূর হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহীদুল ইসলাম, সংস্কৃত বিভাগের সভাপতি রাজপতি দাশ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক এস.এ.এম. জিয়াউল ইসলাম, ইতিহাস বিভাগের জনাব গোলাম কুদ্দুস লাবলু, নৃ-বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ফারুক হোসেন।