নগরের সদরঘাট থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগঠক হাসান রাব্বানী ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
সোমবার (৮ জানুয়ারি) গণমাধ্যম পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা এই হামলা ও ভাংচুর এবং ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিজ্ঞপ্তিতে বলেন, শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীকে সমর্থন করায় চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সদরঘাট থানার কর্মী ২৯ নং ওয়ার্ডের সংগঠক হাসান রাব্বানী'র ব্যবসা প্রতিষ্ঠানে নির্বাচনের দিন সন্ধ্যায় কিছু চিহ্নিত সন্ত্রাসী হামলা ও ভাংচুর করে। এতে ব্যাপক ক্ষতি সাধন হয়, যা তার পরিবার এবং ব্যবসা এলাকায় ভীতি সৃষ্টি করে।
এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসী গোষ্ঠীদের অতি শীঘ্রই আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায় চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।