বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনসহ ২০ ইটভাটার মালিকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা ও রীট পিটিশন দায়ের করা হয়। সিনিয়র এডভোকেট মনজিল মোরসেদ গত রবিবার (১৭ ডিসেম্বর) আপীল বিভাগে এই রীট পিটিশন নং-১২০৪/২০২২ দায়ের করেন।
রিট পিটিশন থেকে জানা যায়, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার অবৈধ ইটভাটা বন্ধের জন্য জনস্বার্থে হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (এইচ আর পি বি) এর প্রেসিডেন্ট এডভোকেট মনজিল মোরসেদ। রীট পিটিশনে শুনানী অন্তে হাইকোর্ট রুল জারী করে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেন।
ইটভাটার মালিকরা উক্ত আদেশে পরিবর্তন চাইলে হাইকোর্ট আবেদন মঞ্জুর করেন, এবং উক্ত আদেশের বিরুদ্ধে আপীল করলে চেম্বার জজ বিচারপতি ইনায়েতুর রহিম জেলা প্রশাসক বান্দরবানকে যদি কোন অবৈধ ইটভাটার মালিক পুনরায় ইটভাটা পরিচালনা করেন তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। আদালতের উক্ত নির্দেশনা থাকা সত্ত্বেও বান্দরবানের অবৈধ ইটভাটার মালিকরা তা পরিচালনা অব্যহত রেখেছেন। সে প্রেক্ষিতে আদালতের নির্দেশ অমান্য করায় এইচআরপিবি এর প্রেসিডেন্ট সিনিয়র এডভোকেট মনজিল মোরসেদ ১৭ ডিসেম্বর (রবিবার) আপীল বিভাগে জেলা প্রশাসক বান্দরবান সহ ২০ জনের বিরুদ্ধে আদালত অবমাননার পিটিশন দায়ের করেন।
যাদের বিরুদ্ধে আদালত অবমাননার পিটিশন দায়ের করা হয়েছে তারা হলেন, বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, এবং ইটভাটার মালিকরা হলো- মোহাম্মদ ইসমাইল, মোঃ নাসিরু আলম, বিপ্লব কান্তি দাস, হারুনুর রশিদ চৌধুরী, আব্দুল কাদের সওদাগর, মোঃ নাজমুল হক, মোঃ শামসুদ্দিন, থোয়ায়েঅং চৌধুরী, আল-গাজী আব্দুল মান্নান, মোঃ আজিজুল হক, মোঃ মাকসুদুল আলম, জহির আহমেদ, লক্ষীপদ দাস, বখতিয়ার আহমেদ, ফজল করিম এলাাইস হাজী ফজল করিম সওদাগর, মোঃ নাজমুল হক চৌধুরী, হায়দার আলী, মাহাবুবুর রহমান, মোঃ শফিকুল আলম।