চট্রগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে ১২ শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীরা সবাই ছোট দারগা হাট তাহের মঞ্জুর কলেজ ছাত্রী।
সোমবার (১৩ নভেম্বর) দুপুর ৩ টায় উপজেলার পৌরসভার শেখপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লেগুনাটি পৌরসভার শেখ পাড়া এলাকায় চট্রগ্রাম মুখী ৮ নাম্বার বাসটি অতিক্রম করার সময় লেগুনাটিকে ধাক্কা দিলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী একটি খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুদ্দিন রাশেদ বলেন, দুর্ঘটনায় আহত ১২ কলেজ শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। তারমধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে