চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় 'আইডিয়া ক্রাফটিং' বিষয়ক সেমিনার সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) ব্যবসায় প্রশাসন অনুষদে এটি অনুষ্ঠিত হয়েছে। এতে বিজনেস কেইস কম্পিটিশনের যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করার পাশাপাশি আইডিয়া কিভাবে বাস্তবসম্মত করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে।
ডেপুটি হেড অফ ইভেন্ট শাহনুর আদিব ও অফিসার অফ ইভেন্ট পুজা দে'র সঞ্চালনায় আলোচনা করেন
এইচএসবিসি বাংলাদেশের ওয়েলথ এন্ড পার্সোনাল ব্যাংকিংয়ের এক্সিকিউটিভ আফরা জামিল৷
সেমিনারটির শুরুতে হাল্ট প্রাইজ কম্পিটিশনের থিম নিয়ে কথা বলেন ক্যাম্পাস ডিরেক্টর,তানবির আনজুম শোভন। এরপর চীফ অফ স্টাফ সাজ্জাদ হোসেন সমাপনী বক্তব্য দেন৷
মুখ্য আলোচক আফরা জামিলের বক্তব্যে ব্যবসায়িক ধারণা কিভাবে তৈরী করা তার মূল চিত্র ফুটে উঠে। এতে লক্ষ্য, ফোকাস এবং গন্তব্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ভিজ্যুয়ালাইজ করার কথা বলা হয়।
আফরা জামিল বলেন, প্রথম জিনিসটি আমাদের কল্পনা করা উচিত আমার স্বপ্ন কী, কী সমস্যা যা আমার জীবনে প্রভাব ফেলতে পারে স্বপ্ন...তাই ভিজ্যুয়ালাইজেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তাই পেশাদার জীবন এবং ছাত্রজীবনের মধ্যে বিন্দুগুলিকে সংযুক্ত করতে হবে।
এক্ষেত্রে দক্ষতা, বিপণনযোগ্যতা, ঝুঁকি ব্যবস্থাপনা ও জ্ঞান অর্জনকে গুরুত্ব দেন তিনি।
উল্লেখ্য, হাল্ট প্রাইজ ফাউন্ডেশন বিশ্বের প্রায় ১২১ টি দেশে তাদের প্রতিযোগিতাটি পরিচালনা করে থাকে। প্রতিবার কোনো ফিক্সড থিম থাকলেও এবার থিম আনলিমিটেড, যে কোন বিষয় এর উপর কেউ এবার বিজনেস আইডিয়া নিয়ে অংশ নিতে পারবে।