চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরে নবনিযুক্ত পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স আফিফা বেগমের সাথে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা বুধবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরে অনুষ্ঠিত হয়েছে।
এই সময় নগর শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে নবাগত পরিচালককে সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া উপহার দিয়ে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান। নগর শ্রমিকলীগের নেতারা কোন ব্যক্তি বিশেষের কথায় বা চাপে শ্রম আইন ও বিধিমালা বহিঃ ভূত কোন প্রকারের কার্যক্রম পরিচালনা না করার আহ্বান জানান। বিশেষ করে চট্টগ্রাম অটোরিক্সা অটোটেম্পু শ্রমিকলীগ রেজিঃ নং-চট্ট-১৪৬৯ এর নির্বাচিত বা বৈধ প্রতিনিধিদের শ্রম আইন, বিধিমালা ও গঠনতন্ত্রের নিয়ম কানুন অনুসরণ করতঃ অনুষ্ঠিতব্য কার্যকরি পরিষদের প্রতিদ্বন্দ্বিতা মূলক গোপন ব্যালেটে ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শ্রম পরিচালকের নিকট প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন। এসময় নবনিযুক্ত শ্রম পরিচালক শ্রমিকলীগের নেতৃবৃন্দকে তাঁহার দায়িত্ব পালনকালীন সময়ে কোন অবস্থাতেই শ্রম আইন ও বিধিমালা পরিপন্থী কর্মকান্ড হবে না মর্মে উল্লেখ করে ট্রেড ইউনিয়ন কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এই সময় সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ পাহাড়তলী শিল্পাঞ্চলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি বাঙালী, চট্টগ্রাম পৌর জহুর মার্কেট দর্জি শ্রমিকলীগের সভাপতি কাঞ্চন দাস, চট্টগ্রাম অটোরিক্সা অটোটেম্পু শ্রমিক লীগ, রেজিঃ নং-চট্ট-১৪৬৯ এর সভাপতি মোহাম্মদ ইলিয়াস ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি এয়ার মোহাম্মদ খোকন, সহ সভাপতি মোহাম্মদ সোহেল, চট্টগ্রাম অটোরিক্সা অটোটেম্পু শ্রমিকলীগের অর্থ সম্পাদক হাজী মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ রমজান সহ শ্রম কর্মকর্তা মোরশেদুল আলম সহ সিনিয়র কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। মতবিনিময়কালে নগর শ্রমিকলীগ নেতারা নবাগত পরিচালকের সুস্বাস্থ্য ও দায়িত্ব পালনে সার্বিক সফলতা কামনা করেন।