পটিয়া হাইদগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি’র সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা হামিদ আলী বলেছেন, বাংলার অবিসংবাদিত নেতা স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল আজ বেঁচে থাকলে বাংলাদেশের ইতিহাস নতুনভাবে রচিত হতো। কিন্তু ঘাতকেরা তা হতে দেয়নি। মাত্র ১১ বছর বয়সে শিশু রাসেলকে হত্যা করেছে ৭৫ সালের ১৫ আগষ্ট। আজ যেমন আনন্দের দিন তেমনি বেদনারও দিন। শত কষ্টের মাঝেও আজ রাসেলের জন্মদিন আমাদের জানান দেয় রাসেল বেঁচে থাকবে হাজারো বছর নতুন প্রজন্মের জন্য প্রেরনার উৎস হয়ে। তিনি গতকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) হাইদগাঁও উচ্চবিদ্যালয় কর্তৃক আয়োজিত রাসেল দিবস ২০২৩ এর দিনব্যাপী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শ্যামল কান্তি দে এর সভাপতিত্বে ও শিক্ষক মহিউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য শহীদুল ইসলাম জুলু, অভিভাবক সদস্য গিয়াস উদ্দিন খাঁন, লোকমান হাকিম, শিক্ষক প্রতিনিধি আবদুল মান্নান, তানিয়া ইয়াছিন, জাহেদা সুলতানা, স্বপ্না দত্ত, জসিম উদ্দীন।
সভার আগে রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দেয়ালিকা প্রদর্শন, সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষ রোপন এবং সমগ্র এলাকায় রাসেল দিবসের আনন্দ র্যালী প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করেন। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। পরে কেক কেটে জন্মদিন পালন করা হয়।