পটিয়া উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও পৌরসভা মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমগ্র সৃষ্টি তথা বিশ্বমানবের ইহকালীন ও পরকালীন জীবনের সার্বিক কল্যাণ ও মুক্তির পয়গাম নিয়ে ৫৭০ খ্রিস্টাব্দে ১২ রবিউল আওয়াল সোমবার প্রভাতের সময় মহাবিশ্বে আগমন করলেন প্রিয় নবী, শেষ নবী, রহমাতুল্লিল আলামিন, শান্তির অগ্রদূত, মানবতার মুক্তির দিশারি হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সৃষ্টির শুরু থেকেই উভয় জগতে আল্লাহ তায়ালা তাঁর সব রহমত ও দয়া এ নবীর অসিলায় প্রবাহিত করছেন। মহানবী (সা.)-এর আগমনের দিন পবিত্র ১২ রবিউল আউয়াল বিশ্ব ভুবনের জন্য নিঃসন্দেহে রহমত ও বরকতময়। মহান আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ (স:) প্রেমে পড়ে এই সুন্দরময় পৃথিবী সৃষ্টি করেছেন। সবাইকে ঈমান ও আক্বিদা মজবুত করতে বিশ্বনবী মুহাম্মদ (স:) ও আউলিয়া কেরামের আদর্শ অনুসরণ করতে হবে। তাহলে ইহকালীন ও পরকালীন জীবনের সার্বিক কল্যাণ ও মুক্তি লাভ সম্ভব হবে। তিনি গত শুক্রবার পটিয়া পৌরসভার শেখ বোচা গাজীর বাড়ি উদ্যোগে দক্ষিণ ঘাটা নূরী জামে মসজিদ মাঠে ৫মবারের মত ঈদে-এ মিলাদুন্নবী (স:) মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে এ কথা বলেন।
হয়রত ইমাম হাসান ইসলামি স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠাতা মওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে প্রধান মেহমান ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ অছিউর রহমান আলকাদেরী। বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মো: ওসমান, মাওলানা সিরাজ উদ্দিন আল কাদেরী, হাফেজ মো: মোস্তাক আহমেদ রেজবী, পরিচালনা কমিটি’র সদস্য আবু ইউসুফ, আবু মুছা, তাসপি, মিনহাজ, মানিক, সুজন, মিসবা, রাফি, মারুফ, আবু জাফর প্রমুখ।