হে নবীন তোমাকে জানাই অভিবাদন,
রিক্ত শীতের কুয়াশার চাদরে ঢাকা ভোরে
-কাটা পাহাড়ের হিমমাখা বায়ুর এই শহরে
তুমি এসেছো নতুন অতিথি হয়ে,
তাই তোমায় জানাই অভিবাদন, উষ্ণ আমন্ত্রণ।
রুক্ষ, পরিশান্ত এই ক্যাম্পাস জেগে উঠেছে আজ
তোমার পদ ধ্বনিতে আজ মুখরিত জিরো পয়েন্ট, শহীদ মিনার, বুদ্ধিজীবী চত্বর, চাকসু, লাইব্রেরি, ফরেস্টি এই একুশ’শ একরের চারিদিক।
হে নবীন,তোমাকে জানাই অভিবাদন,
তোমার আগমনে গত শতাব্দীর সব ক্লান্তির ইতিহাস-
যেন ধুয়ে গেছে ঝর্ণার জলে।
তোমার আগমনে উজ্জীবিত এই ক্যাম্পাসের
-সবপাখি,তাদের কন্ঠে জেগেছে নতুন গান।
বৃক্ষ, তরু-লতা সব যেন তোমারই
প্রতীক্ষায় ছিল
দেখ তোমার আগমনে তারাও আজ আনন্দিত।
হে নবীন,তোমাকে জানাই অভিবাদন,
চির সবুজ, চির উদ্দীপিত এই ক্যাম্পাসে
তোমাকে স্বাগত,
তোমাকে কল্লোলিত পাখিরা,ফুটন্ত ফুল আর মনোরম দৃশ্যরাও স্বাগত জানায়,
তাদের শুভেচ্ছাও তুমি নিও।
দেখ তোমার আগমনে রিক্ত শীতও –
লজ্জায় বিদায়ের গান গায়।
তোমারই আগমনে বসন্তও দিতে চায় আগমনী হুঙ্কার,
হে নবীন,তোমাকে জানাই অভিবাদন
চ.বির চির জাগ্রত এই আঙ্গিনায়।
রেফায়েত উল্যাহ রুপক
মনোবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সেশন:২০২০-২১।