সন্দ্বীপ ভিত্তিক ২৯টি সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও রামগড়ে বন্যার্তদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
২৯ আগস্ট বৃহস্পতিবার মাটিরাঙ্গার ভারত সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি পল্লী শিপক বাড়ি আর্মি ক্যাম্প, দন্ডি পাড়া, অযোধ্যার মোড়, শফি টিলা, ধর্মরাম পাড়া, অযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনিরাম পাড়া, রামগড়, সোনাইপুল ফেনী নদীর কুল ও রামগড় সোনাইপুল স্কেলের পূর্ব পাশ এলাকায় সংগঠনের নেতৃবৃন্দ সেনাবাহিনীর সহযোগিতায় প্রতিটি বাড়ির
ঘরে-ঘরে গিয়ে বন্যার্ত অসহায় পরিবারগুলোর হাতে নগদ এক হাজার টাকা হারে আর্থিক সহায়তা প্রদান করেন।
আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, উপদেষ্টা কাজী জিয়া উদ্দিন সোহেল ও অ্যাডভোকেট এস এম সাইফুর রহমান নওশাদ, সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা কাজী মুসলিম উদ্দিন, আবুধাবী প্রবাসী মনসুর সন্দ্বীপী, বাংলাদেশ মানবাধিকার কমিশন মাটিরাঙ্গা উপজেলা কমিটির সভাপতি মো. সাঈদুর রহমান, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান এবং সোনালী সন্দ্বীপ তরুন প্রবাসী ঐক্য পরিষদের মো. আশরাফ উদ্দিন রনি।
প্রসঙ্গত সংগঠনটি ২০২১ সালের ১জুন প্রতিষ্ঠার পর থেকে সন্দ্বীপ সহ দেশের বিভিন্ন অঞ্চলে আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।