নেতৃত্বে, ব্যক্তিত্বে, যোগ্যতায়, কর্মকান্ডে চীর অম্লান দ্বীপের মুকুটহীন সম্রাট প্রয়াত সংসদ সদস্য,দৈনিক রুপালী পত্রিকার সম্পাদক দ্বীপবন্ধু আলহাজ্ব মুস্তাফিজুর রহমান।গত ২০ অক্টোবর ছিলো তাঁর ২২তম মৃত্যুবার্ষিকী।এই উপলক্ষে ২১ অক্টোবর সন্ধ্যায় সন্দ্বীপ পৌরসভা আওয়ামীলিগ,যুবলীগ,
স্বেচ্ছাসেবকলীগ,জাতীয় শ্রমিকলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠন সমূহ খতমে কোরআন দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে গভীর শ্রদ্ধাভরে।সন্দ্বীপ পৌরসভা মার্কেটস্থ আওয়ামীলিগের কার্যালয়ে উক্ত স্মরণ সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ পৌরসভা আওয়ামীলিগের সভাপতি মেয়র মোক্তাদের মাওলা সেলিম।সভায় দ্বীপবন্ধুর বর্নাঢ্য কর্মময় জীবন
ও বিভিন্ন মানবিক গুনাবলী তুলে ধরে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা আওয়ামীলিগ এর শ্রম বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, পৌরসভা আওয়ামীলিগের সাধারন সম্পাদক ও প্যানেল মেয়র সফিকুল মাওলা,কাউন্সিলর আবু তাহের,মোঃ আলাউদ্দীন বাবলু মোঃ দিদার,২নং ওয়ার্ড আওয়ামীলিগ এর সাধারন সম্পাদক মোঃ কাসেম, পৌরসভা শ্রমিকলীগের আহব্বায়ক শেখ শাহেদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন পৌরসভা ছাত্রলীগের সভাপতি মোঃ ফয়সাল উদ্দীন।
সভায় বক্তারা বলেন মুস্তাফিজুর রহমান ছিলেন সত্যিকার অর্থে দ্বীপবন্ধু । তিনি হৃদয়ে সারাক্ষন সন্দ্বীপকে লালন করতেন বলে তার অনেক গুলো প্রতিষ্ঠান যেমন,ব্যাংক, বীমা, পত্রিকা, ভবন সব নামকরন করতেন সন্দ্বীপের নামে। যাতে সন্দ্বীপকে বিশ্বের মাঝে আলাদা ভাবে পরিচিত করানো যায়। এছাড়াও সন্দ্বীপের হাজারো যুবককে তার প্রতিষ্ঠানে চাকুরী দিয়ে বেকারত্ব ঘুছিয়েছেন।অকাতরে দান করতে করতে তিনি দ্বীপবন্ধু নামে খ্যাতি অর্জন করেছেন। তাই যতদিন সন্দ্বীপের মানচিত্র থাকবে ততদিন তিনি বেঁচে থাকবেন। তিনি সন্দ্বীপের ইতিহাসে সেরা মানবে রুপান্তরিত হয়েছেন।আজ তার আত্মার মাগফেরাত কামনা সহ ওনাকে বেহেস্তে নসীব করার জন্য মহান রবের কাছে প্রার্থনা রইলো।