চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মহানগর আওয়ামী যুবলীগের সংগঠক ও মহানগর বঙ্গবন্ধু যুব পরিষদের আহ্বায়ক শেখ মহিউদ্দিন বাবু, যুগ্ম আহ্বায়ক আকিবুর রহমান ইমরান, শফিকুল ইসলাম রাসেল, বিকাশ দাশ, মো. মেজবাহ উদ্দিন, নাজমুল চৌধুরী, রেজাউর রহমান মুন্না, শেখ সাইমুন হাসান মাহমুদ। শুক্রবার (১২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শিক কর্মী হিসেবে, বঙ্গবন্ধু কন্যার একনিষ্ট আস্থাভাজন হয়ে জীবনবাজি রেখে কাজ করেছিলেন চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী। তারই ধারাবাহিকতায় তাঁর সুযোগ্য সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা ক্ষেত্রে শেখ হাসিনার দেওয়া কাজগুলো উন্নয়নের সাথে করে যাবেন ইনশাল্লাহ।