আজ রবিবার ║ ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ রবিবার ║ ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ║ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    বাংলাদেশের অস্তিত্ব রক্ষার স্বার্থে নৌকার বিকল্প নেই: পেশাজীবী ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    বাংলাদেশের অস্তিত্ব রক্ষার স্বার্থে নৌকার বিকল্প নেই। এমন মন্তব্য করে পেশাজীবী সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানানো হয়েছে চট্টগ্রামের পেশাজীবী সমন্বয় পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক স্কোয়াডের প্রচার অভিযান থেকে । মঙ্গলবার ২ জানুয়ারি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে ট্রাকযোগে এই একটানা প্রচার কার্যক্রম শুরু হয়।
    এই উপলক্ষে এক সমাবেশ সভাপতিত্ব করেন পেশাজীবী সমন্বয় পরিষদ সভাপতি প্রফেসর ডা. একিউএম সিরাজুল ইসলাম। ট্র্যাকযোগে এই প্রচার কার্যক্রমে অংশ নিয়ে পথসভায় বক্তব্য রাখেন পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক স্কোয়াড এর সদস্য সচিব ও জেলা শিল্পকলা একাডেমীর প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী , আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, পেশাজীবী সমন্বয় পরিষদের অর্থ সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি ও মহানগর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, সাংস্কৃতিক সংগঠক আব্দুল হালিম দোভাষ, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক ও আবৃত্তি শিল্পী অঞ্চল চৌধুরী, নারী নেত্রী এডভোকেট রেহেনা বেগম রানু ও নেত্রী মনিকা ভট্টাচার্য, সংগীত শিল্পী দীপেন চৌধুরী, আবৃত্তিকার মিলি চৌধুরী, প্রতিভাস এর কংকন দাশ, গ্রুপ থিয়েটার ফোরাম এর সাধারন সম্পাদক মো: শাহ আলম, নৃত্য শিল্পী সংসদ এর স্বপন বড়ুয়া, ফরহাদ হোসেন, শ্যামলী বড়ুয়া, লুপর্না মুৎসুদ্দি, শিলা চৌধুরী, উত্তম পাল, খেলাঘরের প্রিন্স রুবেল, নারী নেত্রী শামিমা নাসরিন, নাট্যকর্মী আশিক আরিফিন, তরুণ সংগঠক ইমরান সোহেল প্রমুখ।
    পেশাজীবী সাংস্কৃতিক- স্কোয়াডের প্রচার কার্যক্রম মঙ্গলবার ট্রাকযোগে চট্টগ্রাম ও কোতোয়ালি বাকলিয়া বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে। পথসভাও হয় এই প্রচার কার্যক্রমে । নগরীর মেহেদী বাগ, জিইসি, নাসিরাবাদ কাজীরদেউরি, রিয়াজউদ্দিন বাজার, নিউমার্কেট ,কোতোয়ালি মোড়, সদরঘাট, লালদীঘি পাড়, আন্দরকিল্লাহ ,কেসিদে রোড রোড হয়ে দামপাড়াস্হ মহানগর আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবন লাগোয়া নির্বাচনী ক্যাম্পে গিয়ে দিনের এই প্রচার কার্যক্রম শেষ হয় ।
    প্রচার অভিযান থেকে মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী জাতীয় নির্বাচনে চট্টগ্রাম ৯ আসনে তরুণ নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ দেশ জুড়ে নৌকার প্রার্থীদের জয়যুক্ত করার অনুরোধ জানানো হয়।
    পেশাজীবী ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ এ সময় বলেন, বাংলাদেশকে উন্নত মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করার প্রাণান্ত প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা । নাগরিক স্বার্থেই তাঁর হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে নৌকার কোন বিকল্প নেই।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব