
বিএনপি’র সন্ত্রাস ও নৈরাজ্য এবং ডেঙ্গু
প্রতিরোধে জনগনের এগিয়ে আসতে হবে
পটিয়া প্রতিনিধি: পটিয়া উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও পৌরসভা মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল বলেছেন, সারাদেশে বিএনপি-জামাত সন্ত্রাস ও নৈরাজ্য, গাড়িতে অগ্নিসংযোগ করে সাধারন মানুষের জানমালের ক্ষতি করছে। বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্য এবং ডেঙ্গু প্রতিরোধে জনগনকে এগিয়ে আসতে হবে। পৌরসভায় সপ্তাহব্যাপী মশক নিধনের কার্যক্রম চলমান থাকবে, যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে মশক ঔষুধ ছিড়ানো প্রয়োজন, আপনারা স্ব-স্ব- কাউন্সিলর এর সাথে যোগাযোগ করে, মশক ঔষুধ ছিঁটানোর জন্য আহ্বান জানান। তিনি গতকাল বুধবার (১ নভেম্বর) পটিয়া পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ প্রতিটি ওয়ার্ডে সপ্তাহব্যাপী মশক নির্ধনের ঔষুধ ছিটানোর কার্যক্রম শুভ উদ্বোধন কালে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমির খসরু, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী শহীদুজ্জামান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সামশুল আরেফিন বিটু, পৌর কঞ্জজারভেন্সী পরিদর্শক অরজিত।