বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন , ক্রীড়া বিনোদনের ক্ষেত্রে টার্ফ সংস্কৃতি ধীরে ধীরে উল্লেখযোগ্য মাধ্যম হয়ে উঠছে।এই নাাগরিক জীবনে এক চিলতে জায়গা থাকলে সেখানে মানুষ ভবন বা বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করে রাখছে। এতে করে খেলাধুলার সংস্কৃতি সংকট দিন দিন প্রকট হয়ে উঠছে। বানিজ্যিক উদ্দেশ্য থাকলেও টার্ফের প্রতি মানুষের দুর্বলতা তৈরি হচ্ছে। মোবাইল আসক্ত প্রজন্মকে ক্রীড়াসক্ত প্রজন্ম তৈরির ক্ষেত্রে বর্তমানে টার্ফ উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। আমার জানামতে, মহানগরের কর্নফুলী বাজার এলাকায় প্রথম টার্ফ তৈরি হয়। সেটি ঘন্টায় তিন হাজার টাকা ভাড়াতে চলত। আর বর্তমানে বিভিন্ন স্থানে নির্মিত টার্ফগুলো মাত্র নয়শ টাকা ঘন্টায় ভাড়া দেয়া হচ্ছে। এতে করে শুধু উচ্চবিত্তরাই নয় নিম্নবিত্তরাও টার্ফ ব্যবহার করতে পারবে।
শুক্রবার ১৫ ডিসেম্বর বিকালে বোয়ালখালী পৌরসভার ১নং ওয়ার্ড এলাকায় মাওয়া গ্রুপের অর্থায়নে নির্মিত টার্ফ মাওয়া স্পোর্টস জোন’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -৮ আসন সাংসদ চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি।
মাওয়া গ্রুপের চেয়ারম্যান হাজী মোহাম্মদ আলম ববির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী ,বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন মো এমরান, বোয়ালখালী পৌরসভা মেয়র জহুরুল ইসলাম ,বোয়ালখালী আওয়ামীলীগ সাবেক সহসভাপতি মো মনছুর আলম পাপ্পি, মো সরওয়ার উদ্দীনসহ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর , বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর, স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।