চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিকের পিতা, মিরসরাইয়ের মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দিলীপ রঞ্জন ভৌমিকের লেখা আত্মজীবনমূলক গ্রন্থ “জীবনের ধ্রুবতারা”র প্রকাশনা উৎসব গত সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে ও সাংবাদিক ফারুক তাহের এবং কান্তা দে’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য, সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। স্বাগত বক্তব্য রাখেন খড়িমাটি প্রকাশক মনিরুল মনির। জীবনের ধ্রুবতারা বইয়ের ওপর আলোকপাত করে অতিথি-আলোচক হিসেবে বক্তৃতা করেন দৈনিক প্রথম আলো’র যুগ্ম-সম্পাদক কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, দৈনিক আজাদী’র সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, কবি ও নাট্যজন অভীক ওসমান, সোনালী ব্যাংকের সাবেক ডিএমডি এম এ কাইয়ুম, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী, সাংবাদিক নাসিরুল হক, সাংবাদিক জসীম চৌধুরী সবুজ, সাংবাদিক মুহাম্মদ শামসুল হক, লেখক খন রঞ্জন রায়, শিক্ষক ও লেখকপুত্র সাংবাদিক দেবদুলাল ভৌমিক, টিংকু কুমার ভৌমিক ও রিংকু কুমার ভৌমিক।
লেখকের পুত্রবধূ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগীতশিল্পী কান্তা দে’র সংগীত পরিবেশন ও নাতি-নাতনীদের দ্বারা অতিথিদের পুষ্পমাল্য অর্পণ ও উত্তরীয় পরিধানের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি নানা শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।