চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মাসুমা জান্নাতকে বদলি করা হয়েছে। গতকাল জনপ্রশাসনের আরেক আদেশে বর্তমান ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারী) সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামীম আলম স্বাক্ষরিত এক আদেশে কর্ণফুলীতে মাসুমা জান্নাতকে পদায়ন করা হয়।
জানা যায়, তিনি এর আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ইউএনও হিসেবে সংযুক্ত হবার পুর্বে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে ভূমি অধিগ্রহণ শাখা, মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম সদর সার্কেল এর সহকারি কমিশনার (ভূমি) ও দাগনভূঁইয়ার সহকারি কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মাসুমা জান্নাতের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায়। তিনি ৩৫তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে দেশের একজন প্রশাসন সার্ভিসের কর্মকর্তা হিসাবে নিয়োগ লাভ করেন। চট্টগ্রাম কর্ণফুলীতে উপজেলা প্রশাসনের কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।