চট্টগ্রামের কর্ণফুলীতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পিকাপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো:মিলন (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন,এতে মো: মিনহাজ (১৮) নামের আরও এক যুবক আহত হয়েছে।
বুধবার(২৫সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কলেজবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো: মিলন ভোলা জেলার দক্ষিণ চর ফ্যাশন এলাকার মৃত রুহুল আমিনের ছেলে,
সে দীর্ঘদিন ধরে স্থানীয় মো: জসিমের ডেইরি ফার্মে চাকরি করতেন বলে জানা যায়।
সংঘর্ষের পর গাড়ি রেখে পালিয়ে যান পিকাপের চালক মো: রাশেদ, তবে ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন গাড়িটির হেলপার।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মনির হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান,সন্ধ্যা ৬টার দিকে কলেজ বাজারের দিক থেকে আসা মোটরসাইকেলটি কৃষি ব্যাংকের সামনে এসে ইউট্রান ঘুরতেই শহর থেকে আসা পিকাপের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে স্থানীয় চাউথ চট্টগ্রাম হসপিটালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরতা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে পিকাপটি জব্দ করে,সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।পিকাপের হেলপার ঘটনাস্থলে রয়েছে তবে পালিয়ে গেছেন চালক। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে,এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি,তবে পরিবারের লোকজন এসে অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা নিব।